NEET-UG পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট, তারপর ইউজিসি নেট, একের পর এক পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে এনটিএ-র ভূমিকা নিয়েও। নিটের প্রশ্নফাঁস মামলার তদন্তভার নেওয়ার পরই একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এসব বিতর্কের মাঝেই এবার NEET-UG প্রশ্নফাঁস মামলার চার্জশিট জমা দিল সিবিআই।
এই চার্জশিটে মোট ১৩ জনের নাম রয়েছে বলেই জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে মোট ছ’টি ধারায় মামলা রুজু করেছে সিবিআই।ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ নতুন করে নিট পরীক্ষা নেওয়ার দাবি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত এমন কোনও ত্রুটির প্রমাণ নেই যার ভিত্তিতে বলা যায় যে পরীক্ষায় বিরাট মাপের কারচুপি হয়েছে। নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না।