নিয়োগ দুর্নীতি মামলায় আরও তৎপর সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকে দিকে দিকে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বেহালায় ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি হয়। এছাড়াও বেহালায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক কাউন্সিলর-সহ দু’জনের বাড়িতে যায় সিবিআই। নিউ বারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়ি এবং মহেশতলাতেও চলে তল্লাশি।
কালীঘাটের কাকুর দু’টি বাড়িতে বৃহস্পতিবার হানা দেয় সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে একযোগে শহরের চার জায়গায় তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার ওরফে ‘ভজা’র বাড়িতে তল্লাশি অভিযানে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের বাড়িতেও হাজির হয় সিবিআই।
গোপাল দলপতির মুখে প্রথম শোনা গিয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। বৃহস্পতিবার সকালে তাঁর বেহালার বাড়িতে বানা দেয় ছয় থেকে সাত জন সিবিআই আধিকারিক। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় তাঁর বাড়ির সামনে। সুজয়কৃষ্ণকে আগেও সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করেছিল। পরে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্কের নথিও চেয়ে পাঠানো হয়েছিল। সেই সব নথি তিনি সিবিআইকে জমা দিয়েছেন বলেও সুজয়কৃষ্ণ দাবি করেছিলেন।
এদিন, বেহালার ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও সিবিআই আধিকারিকেরা অভিযান চালান বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার ওরফে ‘ভজা’র বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। গত মাসেই সিবিআই দাবি করেছিল, তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে দুর্নীতির কালো টাকা পৌঁছে দিতেন কাউন্সিলর পার্থ সরকার।
সূত্রের খবর, তদন্তকারী সংস্থায় জেরা তৃণমূল বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ জানিয়েছিলেন দুর্নীতির টাকা প্রথমে পার্থ সরকারের কাছে যেত। পরে তা পৌঁছে যেত তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। যদিও পার্থ সরকার দাবি করেছিলেন যে, তিনি কুন্তল ঘোষকে চিনতেন না।
পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের বাড়িতে সিবিআই-এর একটি দল তল্লাশি অভিযানে যায়। নিউ ব্যারাকপুরে তাঁর ‘বৈকুন্ঠ’ নামের বাড়িতে চলে তল্লাশি। আগেও তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। একাধিকবার তাঁকে তলব করেছে ইডি ও সিবিআই