রাজ্য

সারদা কাণ্ডে সিবিআই তল্লাশি

একুশের বিধানসভা নির্বাচনের মুখে সারদা তদন্তে তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (‌সিবিআই)‌। সোমবার মুম্বইয়ের ছয় জায়গায় তল্লাশি অভিযোগ চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সারদা তদন্তের সঙ্গে যোগ থাকার সূত্রেই এই ছয় জায়গায় তল্লাশি চালানো হল। তার মধ্যে তিন সেবি আধিকারিকের বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়েছে। সূত্রের খবর, ২০০৯ সাল থেকে ২০১৩ সালের মধ্যে কলকাতায় মার্কেট রেগুলেটরের অফিসে কর্মরত ছিলেন ওই তিন শীর্ষ কর্তা। সারদা কেলেঙ্কারির তদন্তে উঠে এসেছে তাঁদের নাম। সেই সূত্রে এদিনের তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে।
সারদা মামলায় সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) বিরুদ্ধে সিবিআই–এর অভিযোগ ছিল, বেনিয়ম দেখলেও তাঁরা ব্যবস্থা নেননি। এবার সেই অভিযোগের ভিত্তিতেই সেবি’‌র তিন কর্তার অফিসে চালানো হল তল্লাশি। সিবিআইয়ের অভিযোগ ছিল, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের সঙ্গে যোগাযোগ হয় সেবি’‌র ওই তিন অফিসারের। তাঁদের দাবি ছিল, সাধারণ মানুষকে ঠকিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে সারদা, রোজভ্যালির বিরুদ্ধে। সেই নজরদারি করার কথা যাঁদের, তাঁরা যদি অভিযোগ পেয়েও চুপ করে বসে থাকেন, তা হলে তাঁদেরও অপরাধ কম নয়।
উল্লেখ্য, গত সপ্তাহেই সারদাকাণ্ডে ইডি’‌র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মদন মিত্র। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ইডি দফতরে মদনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার কামারহাটি থেকে ভোটে লড়ছেন মদন। সারদা কেলেঙ্কারির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য কুণাল ঘোষকে তলব করেছিল ইডি। সাধন বসু (টুটু বসু), সুরজিৎ কর পুরকায়স্থদেরও তলব করেছে ইডি। এছাড়া আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজিরা দিতে পারেন আহমেদ হাসান ইমরান। শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই।