শনিবার সাত সকালে মহুয়া মৈত্রের বাবার কলকাতার বাড়িতে সিবিআই হানা দেয়। আবার অন্যদিকে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে হানা দিলেন সিবিআই আধিকারিকরা।
সূত্রের খবর, কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় যেখানে মহুয়া থাকেন সেখানে এসেছেন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল। ইতিমধ্যেই তাঁর বাড়ি ঘিরে ফেলেছেন ৮ থেকে ১০ জন জওয়ান। তল্লাশি চলছে গোটা বাড়িতে। এই বাড়িতে মহুয়া খুব একটা থাকেন না। বেশিরভাগ সময় থাকেন করিমপুরের বাড়িতে। সিদ্ধেশ্বরী তলার পর সিবিআই করিমপুরের বাড়িতে যাবে কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার সকালে করিমপুরের বাড়িতে ছিলেন মহুয়া। এরপর দলীয় প্রচারে বেরিয়ে যান তিনি।
জানা গিয়েছে, লোকপালের নির্দেশে যে এফআইআর দায়ের করা হয়েছিল তা সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবার আলিপুরে ফ্ল্যাটে যান সিবিআই আধিকারিকরা। এদিন সকাল সাতটা থেকে শুরু হয়েছে তল্লাশি। প্রায় চারঘণ্টা ধরে চলেছে চিরুনি তল্লাশি।