রাজ্য লিড নিউজ

Cattle Smuggling Case: অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের বাড়িতে সিবিআই হানা

গরু পাচার মামলায় ইতিমধ্যেই ধৃত তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তদন্তে নেমে সিবিআই অফিসাররা জানিতে পারেন একাধিক কোম্পানিতে লগ্নি রয়েছে অনুব্রতর। সেই কোম্পানিগুলিতে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গে যুগ্ম ডিরেক্টর রয়েছেন বিদ্যুৎ বরণ গায়েন৷ তিনি আগে বোলপুর পৌরসভার কর্মী ছিলেন৷ অনুব্রতর ঘনিষ্ঠ হওয়ায় কয়েক বছরের সম্পত্তিতে ফুলেফেঁপে ওঠেন৷

একজন পৌরসভার সাফাই কর্মীর এত সম্পত্তি কীভাবে? গরু পাচারের টাকাই কি লগ্নি হত কোম্পানিগুলিতে? জানতেই তার বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। অনুব্রতর ভোলে বোম রাইস মিলেও নাম রয়েছে এই বিদ্যুৎ বরণের৷ আজ দুপুরে তার বোলপুরের কালিকাপুরের বাড়ি চলছে সিবিআই তল্লাশি। ঘর বন্ধ করে চলছে তল্লাশি।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিবিআই আধিকারিকরা। তারপর থেকেই অনুব্রত মণ্ডলের ঠিকানা ছিল নিজাম প্যালেস। ১০ দিনের সিবিআই হেফাজত শেষে শনিবার ফের আসানসোল বিশেষ আদালতে তোলা হয় তৃণমূল নেতাকে। সেখানে তৃণমূল নেতাকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান আধিকারিকরা। সেই মোতাবেক তাকে ফের চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।