ব্রেকিং নিউজ রাজ্য

ফের সুদীপ্ত রায়ের বাড়িতে হানা সিবিআইয়ের

ফের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা সিবিআইয়ের। রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ সুদীপ্তর সিঁথির বাড়িতে যান তদন্তকারী আধিকারিকরা। হানা দেন বাড়ি লাগোয়া নার্সিংহোমেও।

এর আগে ১২ সেপ্টেম্বর সিবিআই হানা দেয় সুদীপ্তর বাড়িতে। তখন তিনি সাফ জানান, ‘সামান্য কিছু বিষয় জানতে এসেছিলেন। প্রশ্নের উত্তর পেয়ে চলে গিয়েছেন তদন্তকারীরা।’ সে বারও আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সিঁথির মোড়ের বাড়ি ও তাঁর নার্সিংহোমে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।