ব্রেকিং নিউজ রাজ্য

CBI তদন্তই বহাল, সন্দেশখালি কাণ্ডে রাজ্যের আর্জি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট

সন্দেশখালি মামলার তদন্ত করবে সিবিআই। রাজ্যের আর্জি খারিজ করে সোমবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল রাজ্য সরকার।

এদিন বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। তাতেই রাজ্যের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে।

এদিন সর্বোচ্চ আদালত রাজ্যের উদ্দেশে প্রশ্ন করে, রাজ্য কেন একজনকে আড়াল করার চেষ্টা করছে?’ সন্দেশখালিতে একাধিক নারী নির্যাতনের, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তার মাঝে কেন রাজ্য সরকার আলাদা করে এই ইস্যুতে আগ্রহ দেখাচ্ছে তা বুঝতে পারছে না আদালত। একই সঙ্গে শীর্ষ আদালতের বক্তব্য, মাসের পর মাস রাজ্য সরকার এই ঘটনায় কিছুই পদক্ষেপ করেনি।