পরীক্ষায় না বসেই চাকরি পাওয়ার অভিযোগে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তের দায়িত্ব তুলে দিল কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০১৬ সালে রাজ্যের নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি সামনে আসে। দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। পাশাপাশি সরকারি নিয়োগের ক্ষেত্রেও বারবার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে।অভিযোগ, পরীক্ষায় না বসেই অনেকে চাকরি পেয়ে গেছেন। অন্যদিকে, পাশ করা প্রার্থীরা আজও বেকার। নবম এবং দশম শ্রেণিতে এমন দুজন শিক্ষক নিয়োগ করা হয়েছে তারা কেউ পরীক্ষায় বসেননি, চূড়ান্ত মেধা তালিকায় নাম ছিল না। তাহলে ওই দুই ব্যক্তিকে কীভাবে রাজ্য স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করে, সেই প্রশ্ন তুলে মামলা করা হয়।
বিচারপতি অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে সোমবার সেই মামলার শুনানি ছিল। এদিনের শুনানিতে স্কুল সার্ভিস কমিশন ওই দুই ব্যক্তির নিয়োগের পক্ষে কোনও তথ্য আদালতের সামনে তুলে ধরতে পারেনি। এই নিয়ে সওয়াল জবাবের পরই বিচারপতি এই নিয়োগ দুর্নীতির স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেন। তবে এই নিয়ে রাজ্য সরকারের তরফে ডিভিশন বেঞ্চে যাওয়া হবে কি না তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায় নি।