ব্রেকিং নিউজ রাজ্য

রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ

রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। প্রধান বিচারপতির নেতৃত্বেই তদন্ত চলবে। তদন্তের স্বার্থে সিট আর কোনও পদক্ষেপ নিতে পারবে না। ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। আগামী ৭ এপ্রিলের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে সিবিআইকে।

উল্লেখ্য, একই সঙ্গে এই বগটুই হত্যাকাণ্ড নিয়ে শুক্রবার বেশ কয়েকটি জনস্বার্থ মামলাকে একত্র করে শুনানি হয় হাইকোর্টে। পরবর্তী শুনানির তারিখ আগামী ৭ ই এপ্রিল।প্রথম থেকেই রাজ্যের বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআইকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে আসছিল। সেই দাবিকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, উচ্চপদস্থ অফিসারদের নিয়েই তৈরি হচ্ছে বগটুই কাণ্ডের তদন্তকারী টিম। ইতিমধ্যেই বীরভূম জেলার পুলিশ সুপারকে ইমেল করে দেওয়া হয়েছে সিবিআই-এর তরফে। তাতে এফআইআর-এর কপি সহ সমস্ত নথি, এখনও পর্যন্ত তদন্তে প্রাপ্ত প্রমাণাদি সহ যাবতীয় তথ্য তুলে দিতে আবেদন জানান হয়েছে।শনিবার থেকে পুরোদমে বগটুই কাণ্ডের তদন্ত শুরু করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই সূত্রে এমনটাই খবর।

এমত অবস্থায় তদন্তের ক্ষেত্রে সিবিআইকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে শাসক দল তৃণমূল। পাশাপাশি, অতীতে বহু তদন্তের দায়িত্ব সিবিআই নিলেও তার ন্যায়বিচার এখনও পাওয়া যায়নি বলে দাবি শাসকদলের।