চার হেভিওয়েট নেতাকে গৃহবন্দি করার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়ে জোর ধাক্কা খেল সিবিআই৷ কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেল সিবিআই। চার হেভিওয়েট অভিযুক্তের জামিন শুনানিতে স্থগিতাদেশ চেয়ে মাঝরাতে আবেদন করার পরও লক্ষ্য সফল হল না। সেই মামলা গ্রহণই করল না সর্বোচ্চ আদালত।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল, তাতে অন্তত এক ডজন ত্রুটি রয়েছে বলে খবর৷ তাই সুপ্রিম কোর্টে করা সিবিআইয়ের স্পেশ্যাল লিভ পিটিশন খারিজ হয়ে গিয়েছে৷ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জানান, সিবিআইয়ের আবেদনে পদ্ধতিগত ত্রুটি রয়েছে, তাই তা গৃহীত হল না। নতুন করে মামলা দায়ের করতে হবে।
গত শুক্রবার নারদ কাণ্ডে চার নেতাকে জেল হেফাজত থেকে বের করে গৃহবন্দি করে রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ কিন্তু সিবিআই চার নেতাকে গৃহবন্দি করে রাখার বিরোধিতা করে৷ রবিবার রাতেই সুপ্রিম কোর্টে স্পেশ্যাল লিভ পিটিশন করে সিবিআই৷ নিয়ম মতো, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের অফিসে স্পেশ্যাল লিভ পিটিশন জমা করে সিবিআই৷ কিন্তু তড়িঘড়ি করা সেই আবেদন পরীক্ষা করতে গিয়েই তাতে একগুচ্ছ ভুল ধরা পড়ে৷ ফলে সুপ্রিম কোর্টে ফের নতুন করে আবেদন করতে হবে সিবিআইকে৷
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি শুরু হতেই সুপ্রিম কোর্টে সিবিআইয়ের করা আবেদনের কথা উল্লেখ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ তখনও সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আবেদন খারিজ হওয়ার খবর আসেনি৷ তুষার মেহতা আর্জি জানান, যেহেতু সুপ্রিম কোর্টে মামলার আবেদন করা হয়েছে। তাই কলকাতা হাইকোর্টে শুনানি স্থগিত রাখা হোক৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷ তার উপর সুপ্রিম কোর্টে তুষার মেহতার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর সলিসিটর জেনারেলের যুক্তি আরও দুর্বল হয়ে যায়৷