রাজ্য লিড নিউজ

SSC Scam Case: ফের নিজাম প্যালেসে পার্থ

CBI ফের তলব করল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। SSC দুর্নীতি মামলায় বুধবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ সকাল ১১টার মধ্যে সিবিআইয়ের দপ্তর নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজাম প্যালেসে পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়। এদিন নিজাম প্যালেসের উদ্দেশ্যে বের হওয়ার আগে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন তাঁর আইনজীবীরা। এর পর ১০টা ১৫ নাগাদ তিনি বাড়ি থেকে বের হন।

কলকাতা হাইকোর্ট ঘোষণা অনুযায়ী, এসএসসির নিয়োগে শান্তিপ্রসাদ সিন্‌হার নেতৃত্বাধীন কমিটি বেআইনিভাবে গঠিত। অথচ সেই কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন পার্থ। সেই সময় তিনি ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এই কমিটি নিয়েই পার্থকে জিজ্ঞাসাবাদ করতে তলব করেছিল সিবিআই। সিবিআইয়ের হেফাজতের হাত থেকে বাঁচার জন্য রক্ষাকবচ চেয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন তিনি। কিন্তু তারপরও সিবিআই দপ্তরে হাজিরা দিতে হয় তাকে। গত বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিতে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। ১৮ তারিখ সন্ধ্যা ৬ টায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সূত্র মারফত জানা গিয়েছে, পার্থ চ্যাটার্জি এবং পরেশ অধিকারীকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রসঙ্গত, মঙ্গলবার আয়কর দপ্তরের কাছে পার্থ, পরেশ এবং অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ জানতে চেয়েছে সিবিআই। পাশাপাশি তাঁদের আয়ের উৎসও জানতে চেয়েছে তারা।