এবার নারদ মামলায় সিবিআই নাম জুড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার কলকাতা হাইকোর্টে দুটি আবেদনের শুনানি রয়েছে। প্রথমটি হল, নারদ মামলা এই রাজ্য থেকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন, দ্বিতীয়টি ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। এই মামলার স্থান পরিবর্তনের আবেদনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পক্ষ করল সিবিআই। আইনমন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পার্টি করেছে সিবিআই।
ফিরহাদ, মদন মিত্রদের সিবিআই গ্রেপ্তার করার পরই নিজামে প্যালেসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সিবিআই আধিকারিকদের তিনি বলেন, ‘আমাকেও গ্রেপ্তার করতে হবে।’ সেখানে প্রায় ৬ ঘণ্টা নিজাম প্যালেসে ছিলেন তিনি। বেরোনোর সময় বলেন, ‘আদালত যা সিদ্ধান্ত নেবে তাই হবে।’
এরপর নিম্ন আদালতে জামিন পেয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তখনই হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সেখানে মদন মিত্রদের প্রভাবশালী আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজাম প্যালেসে বসে থাকা, তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের প্রসঙ্গগুলি তুলে মামলা ভিনরাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদনের শুনানি রয়েছে আজ।
নারদ কাণ্ডে ধৃত চার নেতা বিশেষ সিবিআই আদালতে জামিন পেলেও সোমবার রাতেই সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট৷ মঙ্গলবার ফের ধৃতদের আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে মামলা বুধবার শোনার কথা জানান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ধৃত তিন তৃণমূল নেতা এবং শোভন চট্টোপাধ্যায়ের হয়ে হাইকোর্টে সওয়াল করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি৷ তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ অভিষেক মনু সিংভি ও সিদ্ধার্থ লুথরা চার হেভিওয়েটের হয়ে সওয়াল করবেন। সিবিআইয়ের হয়ে সওয়াল করবেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা।