গরুপাচার মামলায় এবার বীরভূমের দাপুটে তৃণমল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানিকে নোটিস দিল সিবিআই। এএনএস অ্যাগ্রোকেম নামে ওই সংস্থার দুই ডিরেক্টর হলেন সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎবরণ গায়েন। আগামী সোমবারের মধ্যে সুকন্যা এবং বিদ্যুকে সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। পাশাপাশি, বুধবার অনুব্রতর ভাইপোকেও নোটিস দিল সিবিআই।
অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষকেও নোটিস দিয়েছে সিবিআই। উল্লেখ্য, এই রাজা ঘোষ প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি, তিনি এবং তাঁর স্ত্রী বোলপুরের একটি চালকলের মালিক। এছাড়াও, বোলপুরের বুকে তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই ডেকেছে বলে সূত্রের খবর। এদিন তাঁর বাড়িতে তাঁর হাতেই নোটিস ধরায় সিবিআই কর্তারা।
অন্যদিকে, আজ ফের শান্তিনিকেতনের রতন কুঠিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে এলেন রাইস মিল মালিক সঞ্জীব মজুমদার। এর আগে মঙ্গলবার তাকে প্রায় সাত ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অনুব্রত মণ্ডলের স্ত্রী অসুস্থ থাকা কালীন টাটা মেডিকেলে চিকিৎসার জন্য বেশ কয়েক কোটি টাকা অনুব্রতর স্ত্রীর একাউন্টে ট্রান্সফার করেছিলেন এই সঞ্জীব বাবু। সেই বিষয় নিয়েই তাকে মঙ্গলবারও জিজ্ঞাসাবাদ করে সিবিআই।