ফের সন্দেশখালিতে সিবিআই। শনিবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১০ সদস্যদের দুটি দল সন্দেশখালিতে পৌঁছয়। একটি দল যায় সন্দেশখালি থানায়। আরেকটি ন্যাজাটের সুন্দরীখালি এলাকায় যায়। জোর করে জমি দখলের অভিযোগ শুনতে গ্রামবাসীদের বাড়িতে যান সিবিআই।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সন্দেশখালিতে জমি দখল করে ভেড়ি, ধর্ষণ সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। আদালত স্পষ্ট করে দিয়েছিল, সন্দেশখালি নিয়ে অভিযোগ জানাতে হলে সিবিআই-কে শীঘ্রই ই-মেইল আইডি চালু করতে হবে। সেইসঙ্গে পোর্টালও তৈরি করতে হবে। আদালতের নজরদারিতে হবে তদন্ত।
কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার ই-মেইল আইডি প্রকাশ করল সিবিআই।মূলত জমি দখল সংক্রান্ত অভিযোগ ও মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ জানানো যাবে ওই আইডি-তে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সিবিআই তদন্ত করলেও তাদের সাহায্য করবে রাজ্য। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন মূল অভিযুক্ত শেখ শাহজাহান।