নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে গেল সিবিআই। গত বুধবার সুজয়কৃষ্ণকে জেলে গিয়ে জেরার অনুমতি চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আদালতের অনুমতি পাওয়ার পরই শনিবার প্রেসিডেন্সি জেলে গেলেন সিবিআইয়ের কর্তারা। সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সন্তুকে জেরা করেই সিবিআইয়ের হাতে কিছু নতুন তথ্য এসেছে। সেই সমস্ত তথ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতেই ৪৮ ঘণ্টার মধ্যে ফের সিবিআইয়ের একটি দল প্রেসিডেন্সিতে গেল।
জানা গিয়েছে, কালীঘাটের কাকু ছাড়াও নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও জেরা করবে সিবিআই।