বগটুইকাণ্ডে রামপুরহাট আদালতে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। প্রায় ৯০ দিনের মাথায় সোমবার চার্জশিট পেশ করল সিবিআই। রামপুরহাট আদালতে একটি মুখবন্ধ খামে এদিন চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, সিবিআই-এর চার্জশিটে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন সহ অভিযুক্ত ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
গত ২১ মার্চ তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পর উত্তাল হয়ে ওঠে বগটুই। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। যার জেরে মৃত্যু হয় ৮ জনের। এরপরই ২৪ মার্চ নৃশংস এই গণহত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় আনারুল হোসেন সহ ২০ জন অভিযুক্তকে। কিন্তু ২৫ মার্চ কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
প্রসঙ্গত, ভাদু শেখ রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান। ২১ মার্চ সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ে আড্ডা দিচ্ছিলেন ভাদু শেখ। ওই সময়ই পিছন থেকে বোমা মেরে খুন করা হয় তাঁকে। ভাদুর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই গ্রাম৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতেই আগুনে পুড়িয়ে মারা হয় ৯জনকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় সিট। যদিও রাজ্য বিজেপি এই সিট গঠনে সন্তুষ্ট হতে পারেনি। তাঁদের সিবিআই বা এ এন আই-কে দিয়ে তদন্ত করানোর দাবি তোলেন। ২৫ মার্চ কলকাতা হাইকোর্টের নির্দেশে বগটুই গণহত্যাকাণ্ডের তদন্তভার গ্রহণ করে সিবিআই।