রাজ্য লিড নিউজ

বীরভূমের ভোলে বোম রাইস মিলে সিবিআই

বীরভূমের ভোলে বোম রাইস মিলে হানা দেয় সিবিআই আধিকারিকরা। শুরুতে তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে । দরজার তালা খোলা নিয়ে বেশ অনেকক্ষণের টালবাহানা চলে। নিরাপত্তারক্ষীরা বলেন প্রথমে বলে চাবি নেই।

এরপর মিলের ভিতর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বেশ কয়েকটি দামি গাড়ি। মোট ৫টি গাড়ি দাঁড় করানো রয়েছে মিলের গ্যারাজে। এর মধ্যে ৪ টি এসইউভি এবং একটি হুড খোলা গাড়ি রয়েছে। একটি গাড়ির রেজিস্ট্রেশন জনৈক প্রবীর মণ্ডলের নামে। চারটি অর্ক দত্তের নামে। গাড়িগুলির মালিকের খোঁজ করছে সিবিআই।

জানা গিয়েছে, বোলপুরের কালিকাপুরের হারাধন মণ্ডল রোডে যে ঠিকানায় এই কোম্পানির রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা হল ভোলে বোম রাইস মিলের। সিবিআই সূত্রে দাবি, এই রাইস মিলের মালিক মণ্ডল পরিবার। উল্লেখ্য, গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাচার কাণ্ডে তদন্তে নেমে একের পর এক তথ্য হাতে আসছে সিবিআইয়ের। প্রকাশ্যে এসেছে একাধিক রাইস মিলের হদিশও। সেই তালিকায় রয়েছে বীরভূমের ভোলে বোম রাইসও। সেই মিলেই এদিন সিবিআই হানা দেয়।

তবে ওই গাড়িগুলি চালকলের ভেতরে কী করছে? গাড়ি গুলির মালিক কে? সেই উত্তর এখনও পাওয়া যায়নি।