এখন জেল হেফাজতে রাজ্যের দুই মন্ত্রী। আরও এক বিধায়ক–সহ চার নেতা। আজ আবার দুপুরে হবে শুনানি। তাঁদের গ্রেপ্তারিতে গত কয়েকদিনে রাজ্য–সিবিআই সংঘাত চরমে উঠেছে। নিজাম প্যালেসের সামনে তৃণমূল–কর্মীদের যে বিক্ষোভ দেখা গিয়েছে, তাতে ক্ষুব্ধ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। হাইকোর্টে এই মামলার শুনানিতেও সামনে এসেছে সেই ইস্যু। আর এবার সিবিআইয়ের পক্ষ থেকে কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে সিবিআই।
সোমবার ১৭ মে গ্রেপ্তার করা হয় দুই মন্ত্রী–সহ চার নেতাকে। গ্রেপ্তার হন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তাঁদের নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার পরই বাইরে ভিড় জমায়েত হয় তৃণমূলের বহু কর্মী–সমর্থক। ব্যারিকেড সরিয়ে বিক্ষোভ দেখানো হয়, চলে ইটবৃষ্টিও। ওই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা কী ছিল? গ্রেপ্তারির কথা জানানো সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হল না? এই বিষয়েই রিপোর্ট চেয়েছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, চার হেভিওয়েটের বাড়িতে যাওয়ার আগে সিবিআইয়ের পক্ষ থেকে লোকেশন পাঠানো হয়েছিল কলকাতা পুলিশকে। কিন্তু গ্রেপ্তারের পর নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভের সময় কত পুলিশ ফোর্স ছিল? সেই বাহিনী কার নেতৃত্বে মোতায়েন করা হয়েছিল? বিক্ষোভকারীরা কতজন ছিলেন? তাঁদের মধ্যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা বলে জানতে চাওয়া হয়েছে ওই রিপোর্টে।
বুধবার নিজাম প্যালেসের বাইরে ওই বিক্ষোভের ঘটনায় কলকাতা পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়। তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। হিংসা ছাড়ানোর পাশাপাশি অবৈধ জমায়েত–সহ একাধিক ধারায় গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯ নম্বর ধারায় একাধিক মামলা দায়ের হয়েছে।