কলকাতা: চেতলার বাড়িতে গিয়ে ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করল সিবিআই আধিকারিকরা। বাড়ির চারপাশ ঘিরে ফেলেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের বচসা বেঁধে যায়। তিনি বলেন, ‘নারদ মামলায় আমায় গ্রেপ্তার করা হল।’
সোমবার সকালে নারদ কাণ্ডে গ্রেপ্তার করা হল ফিরহাদ হাকিমকে। এই মুহূর্তে তাঁকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে সিবিআই দপ্তরে। গ্রেপ্তার করা হল মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে। কয়েকদিন আগে চার্জশিটে সম্মতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার। এবার নারদকাণ্ডে ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করল সিবিআই। যদিও সিবিআইয়ের দাবি, ফিরহাদকে গ্রেপ্তার করা হয়নি।
কিন্তু ঠিক কী কারণে ফিরহাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে, তা স্পষ্ট নয়। কিছুক্ষণ পর বাহিনীর ঘেরাটোপে বাড়ি থেকে বেরিয়ে এসে ফিরহাদ বলেন, ‘নারদ মামলায় আমায় গ্রেপ্তার করা হল।’ ফিরহাদ দাবি করেন, আগাম কোনও নোটিশ দেওয়া হয়নি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছেন ফিরহাদ। যদিও সিবিআই দাবি করেছে, এখনও পর্যন্ত ফিরহাদকে গ্রেফতার করা হয়নি।
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম। বাড়ির বাইরে দেখা যায় কলকাতা পুলিশকেও। কিছুক্ষণের মধ্যেই তাঁকে বাড়ি থেকে বের করে গাড়িতে তুলে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই। সংবাদমাধ্যমে ফিরহাদকে বলতে শোনা যায়, ‘আমাকে গ্রেপ্তার করল। আদালতে দেখে নেব।’ আবার এদিনই বাড়ি থেকে সিবিআই দপ্তরে তুলে আনা হয় মদন মিত্র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে।