ব্রেকিং নিউজ রাজ্য

CBI: ভোট পরবর্তী হিংসা মামলায় ফের কেষ্টকে তলব

বুধবার অনুব্রতকে ভোট পরবর্তী মামলায় নোটিস পাঠিয়েছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কেষ্টকে (Anubrata Mondal) নির্দেশ দেওয়া হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দিতে হবে। জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে বীরভূমের এই দাপুটে নেতাকে।

উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত। শারীরিক অসুস্থতার কারনে দীর্ঘদিন ভর্তি ছিলেন এসএসকেএম-এর উডবার্ন ব্লকে। সুস্থ হয়ে বীরভূমের বাড়িতে ফিরতেই তাঁকে আইনি নোটিস পাঠায় সেন্ট্রাল ব্যুরো ইন্ভেস্টিগেশন।

গরুপাচার মামলায় নিজাম প্যালেসে হাজিরা দিয়ে এসেছেন অনুব্রত। সিবিআই সূত্রে খবর, গরু পাচার মামলায় বিভিন্ন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির নাম উঠে এসেছে। তাই জিজ্ঞাসাবাদ করতে বারবার অনুব্রতকে নোটিশ পাঠায় সিবিআই।

বর্তমানে শারীরিকভাবে অসুস্থ থাকায় অনুব্রতর আইনজীবীরা গরু পাচার মামলার বিষয়ে সিবিআইকে জানিয়েছে, তদন্তকারী আধিকারিকরা যদি চান তাহলে তাঁরা বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কিন্তু বোলপুর থেকে কলকাতায় এসে হাজিরা দেওয়ার মতো শারীরিক অবস্থা এখনও অনুব্রতর নেই। এখন দেখার বৃহস্পতিবারের তলবে অনুব্রত কি করেন। শারীরিক অসুস্থতা নিয়ে নিজাম প্যালেসে উপস্থিত হতে পারবেন তিনি নাকি ফের হাজিরা এড়িয়ে যেতে পারেন সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী।