রাজ্য লিড নিউজ

Cattle Smuggling Case: অনুব্রতকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ

গরু পাচার কাণ্ডে গ্রেফতার বীরভূমের দাপটে নেতা অনুব্রত মণ্ডলের ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতেই তাকে আনা হয়েছে নিজাম প্যালেস। অনুব্রত মন্ডলের গ্রেফতারের পর দেখা মেলেনি তার কোন অনুগামীদের।

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের হেভি ওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর থেকেই রাজ্যের রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এদিন সকালে কার্যত অনুব্রত মণ্ডলের বাড়ি ঘিরে তাকে তুলে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা।

এরপর তাকে নিয়ে যাওয়া হয় কুলটি থানার অন্তর্গত ইসিএলএর একটি গেস্ট হাউসে। সেখানে জেরার পর গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। আদালতে পেশ করার সময়ই আদালতের সামনে ‘চোর’ ‘চোর’ আওয়াজ তোলে জনগণ। এমনকি অনুব্রত মন্ডলের গাড়ি লক্ষ্য করে জুতো ছুঁড়েও মারা হয়। আদালতে তোলা হলে দশ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবীরা কলকাতা থেকে আসানসোল আদালতে গিয়েও অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন জানাননি।

অন্যদিকে গরু পাচার কাণ্ডে ৮ আইপিএস ও আইএএস-কে দিল্লি সদর দপ্তরের তলব করেছে ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। লাগাতার দুর্নীতির অভিযোগ ওঠায় শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে। ২০২৩এ পঞ্চায়েত নির্বাচন আর ২০২৪ -এ লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই দুর্নীতিতে লাগাতার সরব বিরোধীরা। ফলে দলের ভাবমূর্তি রক্ষায় শুক্রবার থেকে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস।