রাজ্য লিড নিউজ

Cattle Smuggling Case: CBI দফতরে অনুব্রত মণ্ডল

SSC দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি। এরই মধ্যে এক নতুন ট্যুইস্ট। গরুপাচার তদন্তে CBI দফতরে হাজিরা দিতে রাজি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার নিজে থেকে ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এই বিষয়ে CBI দফতরে চিঠিও দিয়ে তিনি জানান, তিনি হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত। অনুব্রতর চিঠির উত্তর দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে নিজাম প্যালেসে উপস্থিত থাকার নির্দেশ দেয়। সেই মত নির্দিষ্ট সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছে গেলেন তিনি।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে ৫ এপ্রিল কলকাতায় আসেন তৃণমূল নেতা। কিন্তু ৬ তারিখ নিজাম প্যালেসে যাওয়ার পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর একটানা ১৭ দিন কাটান এসএসকেএম হাসপাতালে। একাধিক শারীরিক সমস্যা ধরা পড়ে তাঁর। ওই হাসপাতালেই চিকিত্‍সাধীন ছিলেন তিনি।

সেই সময় সিবিআইকে চিঠি দিয়ে তিনি জানান, তাঁরা চাইলে হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এমনকি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিনার পার্কের ফ্ল্যাটে থাকাকালীনও সিবিআইকে চিঠি দেন তৃণমূল নেতা। নিজের বাড়িতে সরাসরি অথবা ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি হন তিনি। এরপর ফের গত ২৫ এপ্রিল চিঠি দিয়ে অনুব্রত জানান, নিজাম প্যালেসে উপস্থিত হতে তিনি রাজি, তবে ২১ মে’র পর। চিঠির সঙ্গে নিজের প্রয়োজনীয় নথিও জমা দেন তিনি।