ব্রেকিং নিউজ রাজ্য

Cattle Smuggling Case: ফের ১৪ দিনের জেল হেফাজত কেষ্টর

আজ ফের আদালতে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। আবারও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

শুক্রবার গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সকাল থেকে আদালত চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। আদালতের নির্দেশে আসানসোলের বিশেষ সংশোধনাগারে রয়েছেন অনুব্রত মণ্ডল। শুক্রবার তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। পাশাপাশি ইডিও অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল সংশোধনাগারে যায় ইডির আধিকারিকরা। সেখান থেকে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় ইডি। এবার তাঁকে দিল্লিতে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন জানিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হয় ইডি। আর এই আবেদনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে যান অনুব্রত।