যোগেন্দ্রনাথ মৃধা। বয়স ১০৬ বছর। তাঁর ছানি অপারেশন করে চমকে দিল বিধাননগর মহকুমা হাসপাতাল। এই বয়সের কোনও বৃদ্ধের ছানি অপারেশনের নজির শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা দেশে নেই বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ২০১৮ সালের জুলাই মাসে পুরীনিবাসী এক ১০১ বছরের বৃদ্ধের ছানি অপারেশন হয় ভুবনেশ্বরে। ১০৯ বছরের বৃদ্ধের ছানি অপারেশনের নজির আছে চীনে। কিন্তু গোটা ভারতে আর নেই।
অগস্ট মাসে রাজারহাট-নিউটাউননিবাসী ওই বৃদ্ধের ইউভিআইটিস–এর (চোখের সংক্রমণ) চিকিৎসা হয় ওই হাসপাতালে। ৩ সেপ্টেম্বর হয় ছানি অপারেশন। যোগেন্দ্রনাথবাবুর মেয়ে মায়া মৃধা বলেন, ‘একাধিক জায়গায় বাবার ডান চোখের সমস্যার জন্য ছোটাছুটি করেছি। লাভ হয়নি। শেষদিকে চোখের যন্ত্রণায় ছটফট করতেন। বিধাননগর মহকুমা হাসপাতালে অপারেশনের পর বাবা ভালো আছেন।’
যোগেন্দ্রনাথবাবুর চিকিৎসক ডাঃ সুহানা দত্ত বলেন, ‘রোগী আমার কাছে যখন আসেন, যন্ত্রণার চোটে বলছিলেন, ডান চোখটা তুলে দিন। আর সহ্য হচ্ছে না! প্রথমে চিকিৎসা ও তারপর অপারেশন করে ওঁর কষ্ট যে কিছুটা লাঘব করতে পেরেছি, সেটাই তৃপ্তি দিচ্ছে। এত বেশি বয়সে দেশে কারও ছানি অপারেশন হয়েছে বলে আমার জানা নেই।’
মহকুমা হাসপাতাল হওয়া সত্ত্বেও এত বয়স্ক মানুষের জটিল ছানির অস্ত্রোপচার হওয়ায় স্বভাবতই খুশি হাসপাতালের সুপার ডাঃ পার্থপ্রতিম গুহ। বৃদ্ধ যোগেন্দ্রনাথবাবু বলেন, ‘চিকিৎসকদের প্রতি অশেষ কৃতজ্ঞ আমি ও আমার পরিবার। ডান চোখটা শেষ হতে বসেছিল। ওরা বাঁচিয়েছেন। বৃদ্ধের চার ছেলে, চার মেয়ে। নিজেকে নিয়ে পাঁচ প্রজন্ম দেখছেন। মেয়ে মায়াদেবী বলেন, ‘আমি ৭১’ সালে জন্মাই। আমার আগে আরও ছ’জন আছেন। বড়দি’র বয়স ৮৫। আমাদের ছেলেমেয়েদের বিয়ে হয়ে, তাঁদেরও ছেলেমেয়ে হয়ে গিয়েছে।’