ব্রেকিং নিউজ লাইফস্টাইল স্বাস্থ্য

Castor Oil: হেয়ার ফল সমস্যা? ম্যাজিকের মত কাজ করে ক্যাস্টর অয়েল! কীভাবে ব্যবহার করবেন?

হেয়ার ফল কমাতে ক্যাস্টর অয়েলের হেয়ার সিরাম ম্যাজিকের মত কাজ করে। ক্যাস্টর অয়েলের হেয়ার সিরাম চুলের পরিচর্যায় ভালো কাজ দেয়। হেয়ার ফল কমাতে ক্যাস্টর অয়েলের হেয়ার সিরাম ছাড়াও গ্রিন টি, অ্যালোভেরার হেয়ার সিরাম দারুণ কাজ দেয়।

• ক্যাস্টর অয়েলের হেয়ার সিরাম:
এই সিরাম তৈরি করতে আপনার প্রয়োজন ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল এবং ৫-৭ ফোঁটা এসেনশিয়াল অয়েল। প্রতিটি উপাদান একটি পাত্রে নিয়ে ভালো করে মেশান। একটি কাচের শিশিতে এই মিশ্রণ ঢেলে রাখুন। ড্রপারের সাহায্যে এই হেয়ার সিরাম চুলের গোড়ায় লাগিয়ে নিন। দেখবেন হেয়ার ফল আর হচ্ছেনা।

• অ্যালোভেরার হেয়ার সিরাম:
একটি পাত্রে ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ জোজোবা অয়েল ও ৫ ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে হেয়ার সিরাম বানিয়ে নিন। শ্যাম্পু করার পরে চুলে এবং স্ক্যাল্পে এই সিরাম লাগিয়ে নিন।

• গ্রিন টি ও আর্গন অয়েলের হেয়ার সিরাম:
চুলের যত্নে গ্রিন টি খুবই উপকারী। এই সিরাম তৈরি করার জন্যে আপনার প্রয়োজন ১/২ কাপ গ্রিন টি, ২ টেবিল চামচ আর্গন অয়েল এবং ৫ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল।এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট চুলের জেল্লা বাড়াতে দারুণ কজ করে।