Nobel laureate economist Avijit Binayak Bandyopadhyay said today to Congress leader Rahul Gandhi that a financial package should be announced now to protect Indian economy.
দেশ ব্রেকিং নিউজ

‘‌গরীবদের জন্য আরও বড় আর্থিক প্যাকেজ দরকার’‌

লকডাউনের ধাক্কা সামলে ওঠার জন্য আরও বড় আর্থিক প্যাকেজ ঘোষণা করা দরকার। দরিদ্র মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া প্রয়োজন। ভিডিও আলোচনায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এমনটাই জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে লকডাউনে মার খাচ্ছে অর্থনীতি। ধসের মুখে দেশের সার্বিক উন্নয়নের গ্রাফ। এই অবস্থায় দেশকে পথ দেখাতে আলোচনায় বসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের ইউটিউব চ্যানেলে এই সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করা হয়।
অভিজিৎ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জাপানের মতো দেশ এই ধরনের পদক্ষেপ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে জিডিপি’‌র প্রায় ১০% অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ভারতে তা মোটে ১%। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের এই বিষয়ে শিক্ষা নেওয়া উচিত। এখন মানুষের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া গেলে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে। তার ফলে বিক্রিবাটা ভাল হবে এবং অর্থনীতি কিছুটা হলেও চাঙ্গা হবে।
লকডাউনের প্রথম পর্ব থেকেই দেশের অর্থনীতির বেহাল দশা নিয়ে বারবার সরব হয়েছিলেন রাহুল গান্ধী। বেশ কয়েকবার ভিডিও কনফারেন্স করে অর্থনীতি ঘাটতি কমাতে কেন্দ্রকে বেশ কিছু পরামর্শ দেন। কিছু দিন আগেও তিনি রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গেও এই বিষয়ে কথা বলেন। কিন্তু নগদ অর্থ কাদের হাতে দেওয়া উচিত? ‘‌আমি বলব ভারতীয়দের দরিদ্রতম ৬০ শতাংশের মধ্যে নগদ অর্থ ভাগ করে দিতে হবে। কাদের হাতে টাকাটা দেওয়া হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ।’‌ শুধুমাত্র অর্থনীতির স্বার্থে এখনই লকডাউন তোলা ঠিক হবে না বলে জানালেন তিনি।