বিমল গুরুংকে অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সম্প্রতি বিমল গুরুংয়ের বিরুদ্ধে থাকা ৭০টি মামলা রাজ্য সরকার প্রত্যাহার করেছে, তার ওপর স্থগিতাদেশ জারি করতে চেয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন অঙ্কুর শর্মা নামে এক ব্যক্তি। বিধানসভা নির্বাচনের আগে তাই বিপাকে পড়ে গেলেন বিমল বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্রদ্রোহিতা–সহ একাধিক গুরুতর মামলায় জড়িত বিমল গুরুং কীভাবে পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন? এই প্রশ্ন তোলা হয়েছে ওই মামলায়। গতবছর ডিসেম্বর মাসে তাঁকে কলকাতায় দেখা যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে লড়াই করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে রাজ্যের তরফে যতগুলি মামলা প্রত্যাহার করা হয়েছে, সেগুলির ওপর স্থগিতাদেশ চেয়েছেন আবেদনকারী। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।
একাধিক মামলায় জড়িতদের বিরুদ্ধে রাজ্য সরকার মামলা প্রত্যাহার করতে চাইছে। রাজ্যের এই প্রবণতাকে ভর্ৎসনা করেছিলেন হাইকোর্টের বিচারপতি। নন্দীগ্রামের জমি আন্দোলনে ফৌজদারি মামলায় অভিযুক্ত তৃণমূল কর্মী–সমর্থকদের বিরুদ্ধে চলা মামলা সম্প্রতি প্রত্যাহার করতে চেয়েছিল রাজ্য সরকার। হাইকোর্ট ধাক্কা দিয়ে সেই মামলা প্রত্যাহারের নির্দেশে স্থগিতাদেশ জারি করে। এবার বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার নিয়েও একই ধরনের আবেদন জারি হল হাইকোর্টে।
এই পরিস্থিতিতে ভোটের আগে বিমল গুরুং বেশ কিছুটা বিপাকে পড়তে পারেন এমন সম্ভাবনা তৈরি হয়েছে। নন্দীগ্রামের মামলায় যদিও শেখ সুফিয়ান ও আবু তাহেরের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাঁদের এখনও গ্রেপ্তার করা হয়নি। এবার বিমলের বিরুদ্ধেও আদালত একই নির্দেশ দেয় কিনা সেটাই এখন দেখার।