স্বাস্থ্য

গাজরের রসে ব্রণ মুক্তি

ব্রণের সমস্যা আছে অনেকেরই। বিশেষ করে এ সমস্যায় বেশি ভোগেন কিশোর-তরুণ বয়সীরা। অগোছালো জীবনযাত্রা, দূষণ, মানসিক চাপ, ঘুম না-হওয়া, কাজের চাপ, সুষম খাদ্য গ্রহণে ঘাটতি- এই সবকিছু কারণে স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলে দেখা দেয় নানা সমস্যা। এছাড়া ঘাম, ধুলোবালি, আর দূষণের কারণে ত্বক নিস্তেজ হয়ে যায়। তখন ত্বকে নানা দাগ, ব্রণ, স্পট ইত্যাদি দেখা দেয়। ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে এ সমস্যা আরও বাড়ে।

অনেকেই ব্রণের সমস্যা দূর করতে ব্যবহার করেন নানা ধরনের প্রসাধনী। কিন্তু তারপরও এ সমস্যা থেকে পুরোপুরি প্রতিকার পাওয়া যায় না। সেক্ষেত্রে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। অনেকের হয়তো জানা নেই, গাজরের রস ব্রণ দূর করতে দারুণ কার্যকরী। এতে থাকা ভিটামিন এ ও সি ত্বকের জন্য খুব উপকারী। গাজরের রস ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে, পাশাপাশি ব্রণ কমাতেও সহায়তা করে।

যেভাবে ব্যবহার করবেন

গাজরের রস : ব্রণ দূর করতে গাজরের রস সরাসরি মুখে লাগাতে পারেন। এজন্য ২ টেবিল চামচ গাজরের রস নিন। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিন। এরপর গাজরের রসে কটন প্যাডে ভালোভাবে ডুবিয়ে এটি গোটা মুখে লাগান। পুরোপুরি না শুকানো পর্যন্ত মুখে রেখে দিন। তারপর ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। কাঙ্ক্ষিত ফলের জন্য প্রতিদিন এটি ব্যবহার করতে পারেন।

গাজরের জুস ও অলিভ অয়েল : গাজরের রস ও অলিভ অয়েলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকায় এটি ত্বককে সতেজ করে। এছাড়াও, এই তেল ত্বককে ময়েশ্চরাইজ করে এবং পুষ্টি যোগায়। মিশ্রণটি তৈরি করতে ২ টেবিল চামচ গাজরের রস ও ১ চা চামচ অলিভ অয়েল ভালোভাবে শেশান। এবার একটি কটন প্যাড ব্যবহার করে আক্রান্ত স্থানে মিশ্রণটি প্রয়োগ করুন। ১৫ মিনিট রেখে তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন। এই প্রতিকারটি সপ্তাহে একবার ব্যবহার করুন।