১ এপ্রিল থেকে বর্ধিত হারে গাড়ি পার্কিং ফি চালু করল কলকাতা পুরসভা। যদিও অনেকদিন আগেই কলকাতা পুরসভার চলতি অর্থবছরের বাজেটে এই প্রস্তাব পাশ হয়েছিল। আজ থেকে শহর কলকাতায় সেই নিয়মই কার্যকর হল।
আজ থেকেই দু’চাকা গাড়ির জন্য দুঘণ্টার পার্কিং ফি দিতে হবে ১০ টাকা। যা আগেই ঘণ্টা প্রতি ৫ টাকা ছিল। আর তিন ঘণ্টার জন্য দিত হবে ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য দিতে হবে ৬০ টাকা। ৫ ঘণ্টার জন্য পার্কিং ফি দিতে হবে ৮০ টাকা। তারপর প্রতি ঘণ্টা অন্তর ৫০ টাকা করে দিতে হবে পার্কিং ফি।
বাস-লরির জন্য পার্কিং ফি দিতে হবে ৪০ টাকা। যা আগে ঘণ্টা প্রতি ২০ টাকা ছিল। ৪ ঘণ্টার জন্য বাস-লরির পার্কিং ফি দিতে হবে ২৪০ টাকা। আর ৫ ঘণ্টার জন্য দিতে হবে ৩২০ টাকা। তারপর প্রতি ঘণ্টা অন্তর ২০০ টাকা করে দিতে হবে পার্কিং ফি।
চার চাকার ক্ষেত্রে ২ ঘণ্টা গাড়ি রাখলে পার্কিং ফি দিতে হবে ৪০ টাকা। আগে যা ছিল ১০টাকা। আজ থেকে সেটাই দ্বিগুণ হচ্ছে। ৩ ঘণ্টার জন্য পার্কিং ফি দিতে হবে ৮০ টাকা। ৪ ঘণ্টার জন্য দিতে হবে ১২০ টাকা। আর ৫ ঘণ্টার জন্য সেই ফি বেড়ে গিয়ে হবে ১৬০ টাকা। তারপর প্রতি ঘণ্টা অন্তর ১০০টাকা করে দিতে হবে পার্কিং ফি।