বিনোদন

নায়ক খুঁজে পাচ্ছে না ক্যাটরিনার

ক্যাটরিনা কাইফের জন্য মনের মতো নায়ক খুঁজে পাচ্ছেন না পরিচালক আলী আব্বাস জাফর। তাই মহাবিপাকে পড়েছেন তিনি। নারীপ্রধান ছবিতে ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধতে রাজি হচ্ছেন না বড় কোনো  তারকা। তাই সাধারণ কোনো নায়ক দিয়েই কাজ চালাবেন এই পরিচালক।

আলী আব্বাস জাফর ক্যাটরিনাকে নিয়ে সুপার ওম্যানভিত্তিক এক ছবি নির্মাণ করতে চলেছেন। এই ছবি নিয়ে এখন চূড়ান্ত ব্যস্ত এই তরুণ পরিচালক। কারণ, আগামী বছর তিনি এই ছবির শুটিং শুরু করতে চলেছেন আবুধাবিতে। সে জন্য সদলবল দুবাই পৌঁছে গেছেন জাফর। দুবাইয়ে এই ছবির প্রি–প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে তারা শুটিংয়ের লোকেশন খোঁজার কাজে ব্যস্ত।

প্রথমে এই ছবির শুটিং ভারতেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশের বাইরে যেতে বাধ্য হয়েছেন আলী। শুটিংয়ের জন্য এই পরিচালক আবুধাবিকে বেছে নিয়েছেন। কেননা এই ছবির সঙ্গে দেশের বাইরের অনেক কলাকুশলী যুক্ত আছেন। আগামী বছরের শুরুর দিকে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।