করোনার মধ্যেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ না করা নিয়ে আগেই ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। এবার করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। আগামী ২ মে ফল ঘোষণার দিন গণনাকেন্দ্রে প্রার্থীদের ঢোকার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশ, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বা ভ্যাকসিনের দুটো ডোজ নিয়েছেন, এমন প্রমাণ দেখাতে হবে প্রার্থীদের। এই দুটির মধ্যে যে কোনও একটা দেখাতে হবে প্রার্থীদের। তা না হলে, গণনাকেন্দ্রের মধ্যে প্রার্থীদের ঢুকতে দেওয়া হবে না। ২ মে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি এই ৫ রাজ্যে ভোটের ফলাফল ঘোষণা হবে।
দেশের করোনা পরিস্থিতির জন্য কমিশনকে কাঠগড়ায় তুলেছিল মাদ্রাজ হাইকোর্ট। হাইকোর্টের ভর্ৎসনার পরের দিনই নির্বাচন কমিশন জানিয়েছিল, ২ মে ভোট গণনা চলাকালীন, তার আগে বা পরে কোনও বিজয় মিছিল করা যাবে না। সোমবার মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে বলেন, ‘কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত। কীভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করা যায় তার একটি ব্লু প্রিন্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। যদি তা না করা হয় সেক্ষেত্রে ভোটগণনা স্থগিত করে দেবে আদালত। আপনাদের জন্য সাধারণ মানুষকে ভোগান্তি শিকার হতে দেব না।’
