ফের ভোগান্তিতে যাত্রীরা। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে শুক্রবার থেকে টানা ৬দিন মোট ৩১৬টি ট্রেন বাতিল থাকবে। আর তার জেরে ভোগান্তির মুখে পড়তে চলেছেন কয়েক হাজার নিত্যযাত্রী। বিশেষ করে নৈহাটি থেকে লালগোলা পর্যন্ত অংশে ভোগান্তির কার্যত চূড়ান্ত হতে চলেছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নৈহাটি ও কল্যাণীর মাঝে স্বয়ংক্রিয় ব্যবস্থায় থার্ড লাইন চালুর জন্য জরুরি কিছু কাজ করা হবে। তার জন্য শুক্রবার থেকে নৈহাটি ও রানাঘাটের মধ্যে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। শুক্রবার আপ ও ডাইন মিলিয়ে মোট ৪৬টি ট্রেন বাতিল করা হয়েছে।
সূত্রের খবর, পাশাপাশি ৪টি দূরপাল্লার ট্রেনও চলবে না। এরপর শনিবার থেকে বুধবার পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে রোজ ৫৪টি করে ট্রেন বাতিল করা হয়েছে। সব মিলিয়ে এই ৬ দিনে মোট ৩১৬টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। যে সব ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে থাকছে শিয়ালদা থেকে নৈহাটি লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, বর্ধমান লোকাল, ব্যান্ডেল লোকাল ও কাটোয়া লোকাল।
এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় থাকছে শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা জঙ্গিপুর রোড মেমু, শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। বেশ কিছু ট্রেনকে এই ৬ দিন শিয়ালদা থেকে বনগাঁ-রানাঘাট হয়ে যেমন চালানো হবে তেমনি একই পথে ট্রেন শিয়ালদার দিকে পাঠানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।