এবার ফিফার শৃঙ্খলা কমিটির কোপে ইতো। ফিফার আচরণবিধি ভাঙায় ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতোকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করল ফিফা। ২০২১ সাল থেকে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের (ফেকাফুট) সভাপতির দায়িত্ব পালন করছেন ৪৩ বছর বয়সী ইতো। এ শাস্তির কারণে আগামী ছয় মাসের মধ্যে তিনি ছেলে ও মেয়েদের ক্যামেরুন জাতীয় দল থেকে বয়সভিত্তিক পর্যায়ের যেকোনো দলের ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বোগোতায় অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল–ক্যামেরুন ম্যাচে দুটি অভিযোগের ভিত্তিতে ইতোকে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ম্যাচটি ৩–১ গোলে জেতে ব্রাজিল। রেকর্ড চারবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ইতো ঠিক কী কী আচরণবিধি ভেঙেছেন, তা খোলাসা করে জানায়নি ফিফা। তবে সংস্থাটির শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়, অফিশিয়ালদের সঙ্গে ‘অসদাচরণ’ এবং ‘ন্যায্য খেলার মৌলিক নীতিগুলো লঙ্ঘন ও আক্রমণাত্মক ব্যবহারের’ কারণে ইতোকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, তিন মাসেরও কম সময় আগে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইতোর বিরুদ্ধে তদন্ত চালিয়ে তাঁকে জরিমানা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (CAF)। সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ গত জানুয়ারিতে জানিয়েছিল, ক্যামেরুন ফুটবল ফেডারেশনের এক প্রাক্তন কর্তা ইতোর বিরুদ্ধে কাগজপত্রসহ কিছু প্রমাণ দাখিল করেন। এসবের মধ্যে রয়েছে চিঠিপত্র, হোয়াটসঅ্যাপ বার্তা, মেইল ও অডিও রেকর্ডিং।
You must be logged in to post a comment.