সাত দফা দাবিতে বুধবার থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অপারেটরস অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, ১১, ১২, ১৩ সেপ্টেম্বর এই তিনদিন ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷
অ্যাসোসিয়েশন এর অভিযোগ, পণ্য পরিবহণের সময় পুলিশ ও সিভিক পুলিশের হেনস্থার শিকার হতে হয় তাঁদের। এমনকী বেশ কিছু জায়গায় ওয়ে ব্রিজে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।তাঁদের দাবি, মাল লোডিংয়ের সময় স্থানীয় কাঁটায় ওজন করা হয়। তার জন্য ১২০ থেকে ১৫০ টাকা দিতে হয়। তারপরও সরকারি কাঁটায় ওজন করাতে হয়। তাতে ২৩৬ টাকা দিতে হয়। এরফলে খরচ বেশি পড়ে যাচ্ছে। এইসব অবিলম্বে বন্ধ করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন।
এছাড়াও, বালি পরিবহণের ক্ষেত্রে ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের কারণে ট্রাকচালকরা নানা হয়রানির সম্মুখীন হচ্ছেন। সেইসঙ্গে ১৫ বছরের গাড়ি ২০ বছর পর্যন্ত চালাতে দেওয়ার দাবিও জানিয়েছে ওই সংগঠন। এমনই সাতদফা অভিযোগ তুলে তিন দিন পণ্য পরিবহণ বন্ধ রাখার ডাক দিয়েছেন তাঁরা। পুজোর মুখে রাজ্যজুড়ে এই ধর্মঘটের কারণে পণ্যের মূল্যবৃদ্ধি ও জোগানে ঘাটতি হতে পারে বলে ব্যবসায়ীদের একাংশের ধারণা।