ব্রেকিং নিউজ রাজ্য

বাড়ি বসে স্নাতকস্তরের পরীক্ষা

নামেই পরীক্ষা। আসলে টুকলিকে মান্যতা দিল বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ওপেন বুক এক্সামে সায় দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বাড়ি বসেই স্নাতক ও স্নাতকোত্তরে দেওয়া যাবে পরীক্ষা। পরীক্ষার দেওয়ার সময়সীমা ২৪ ঘণ্টা। তবে পরীক্ষা হবে অনলাইনেই। বুধবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা হবে। তবে কীভাবে পরীক্ষা হবে? এদিন জানান, প্রতিটা কলেজের অধ্যাপকের কাছে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে। সেই প্রশ্নপত্র পড়ুয়াদের মেইল এবং হোয়াটসঅ্যাপে পাঠাবে কলেজ কর্তৃপক্ষ। সেটা পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে উত্তর জমা দিতে হবে। উত্তর অনলাইনে পাঠানো যাবে। কারও কাছে অনলাইনের সুবিধা না থাকলে তারা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে গিয়েও জমা দিতে পারবেন উত্তরপত্র।
ছাত্রছাত্রীরা যে কলেজে পড়েন সেই কলেজের অধ্যাপকরা মূল্যায়ন করবেন। ফলপ্রকাশ হবে ৩১ অক্টোবরের মধ্যে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছে গিয়েছে কলেজগুলিতে। শুরু হয়েছে প্রস্তুতিও। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশমতোই পরীক্ষা নেওয়া হবে। বুধবার একটি বৈঠক করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টি কাউন্সিল। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়। অফলাইনে নয়, সর্বত্র অনলাইনেই পরীক্ষা নেওয়া হবে। থাকবে হোম অ্যাসেসমেন্ট। এখানেই উঠছে প্রশ্ন, ছাত্রছাত্রীরা বই দেখে উত্তর লিখে দিলে তা ধরবে কিভাবে?‌ তাছাড়া মূল্যায়ন হবে কিভাবে?‌ তাহলে কী টুকলির রাস্তাই করে দেওয়া হল?‌