ব্রেকিং নিউজ রাজ্য

ফের কলকাতায় উদ্ধার কোটি কোটি টাকা!

রাতভর তল্লাশি চালিয়ে কলকাতা থেকে ফের মিলল হিসাব বহির্ভূত প্রায় ২ কোটি টাকা। কয়লা পাচার কাণ্ডে বালিগঞ্জের এক নির্মাণকারী সংস্থার অফিসে গত রাতে হানা দেয় ইডি আধিকারিকরা। উদ্ধার হয় প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। কোথা থেকে এল এত পরিমাণ নগদ টাকা? কোন পথে লেনদেন? জানতে এবার সংস্থার কর্ণধার এবং হিসাবরক্ষককে দিল্লির তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সপ্তাহের মধ্যে ইডি-র দিল্লির সদর দফতরে তাঁদের দুজনকে হাজিরা দিতে বলা হয়েছে।

কয়লা পাচারের ঘটনার মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার একটি ডায়েরির সূত্র ধরেই বালিগঞ্জের ওই সংস্থার নাম ইডি জানতে পারে। ওই ডায়েরিতে উল্লেখ ছিল, ৪ লক্ষ ৩১ হাজার টাকা একটি সংস্থাকে দেওয়া হয়। ওই টাকা কয়লা পাচারের। ওই সংস্থার ব‌্যাপারে খোঁজখবর নিয়ে জানা যায়, ওই চার লক্ষাধিক টাকা বেসরকারি সংস্থাটির মাধ‌্যমে বালিগঞ্জের সংস্থাটির অ‌্যাকাউন্টে পৌঁছয়। কয়লা পাচারের বিপুল পরিমাণ টাকা দফায় দফায় ওই প্রোমোটিং সংস্থাটির হাতে পৌঁছয় বলে মনে করছে ইডি। কয়লা পাচারের কালো টাকা বাড়ি নির্মাণে লগ্নি করে সাদা করা হয়, এমনই অভিযোগ ইডির। রাতভর অভিযানে বান্ডিল বান্ডিল নোট ছাড়াও একটি ডেস্কটপ কম্পিউটার বাজেয়াপ্ত করেছেন ইডি-র তদন্তকারী আধিকারিকেরা। বৃহস্পতিবার ভোর পর্যন্ত তল্লাশি চালায় তাঁরা বালিগঞ্জের ওই নির্মাণকারী সংস্থার অফিসে।

সূত্রের খবর, ঘটনায় একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নাম উঠে আসছে তদন্তে বলে জানা গিয়েছে। কয়লা পাচার মামলায় ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি করছে দিল্লি ইডি-র দল। তল্লাশি চালানো হয়েছে কলকাতা ও পাশ্ববর্তী বেশ কিছু জায়গায়।