ব্রেকিং নিউজ রাজ্য

আরজিকর হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এবার আরজিকর হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতের নজরদারিতে চলবে তদন্ত।

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আরজিকরে ছাত্রী খুনের ঘটনায় কলকাতা পুলিশ আর কোনও তদন্ত করতে পারবে না। আদালতের নির্দেশে মঙ্গলবার থেকেই তাঁরা তদন্ত শুরু করে দিয়েছে। এদিন বিকেলেই সিবিআই-এর একটি দল টালা থানায় গিয়ে আরজিকর সংক্রান্ত সব নথি পুলিশের কাছ থেকে নিয়েছে। আরও কিছু নথি বাকি রয়েছে যা বুধবার তুলে দেওয়া হবে। তবে আরজি করের তদন্ত করার জন্য বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআই-এর একটি বিশেষ দল। তাঁদের সঙ্গে রয়েছে ফরেন্সিক টিমও।

সূত্রের খবর, পুলিশের কাছ থেকে যে সমস্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে, তা নিয়ে বুধবারই তাঁরা আরজি কর যেতে পারেন বলে অনুমান করা হচ্ছে।