ব্রেকিং নিউজ রাজ্য

তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের

তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি মিছিলে আপত্তি জানিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শুনানির পর শুভেন্দুর আবেদন খারিজ করে দিয়েছে বেঞ্চ।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন হাজরা মোড় থেকে পার্ক সার্কাসে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

আদালত জানিয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মিছিল করতে হবে। হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত নিরাপত্তা দেখবে কলকাতা পুলিশ। সম্প্রীতি মিছিল থেকে কোন উস্কানি মূলক বক্তব্য রাখা যাবে না। মিছিল করতে হবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে।

বিজেপির তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে আর্জি জানানো হয়েছিল, তাও খারিজ করে আদালত জানিয়েছে, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই।