ব্রেকিং নিউজ রাজ্য

হাওড়ায় রামনবমীতে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের

রাজ্যের আবেদন খারিজ, লোকসভা ভোটের মুখে রামনবমীর শোভাযাত্রা নিয়ে বড় সিদ্ধান্ত। হুগলির শ্রীরামপুরের পর এবার হাওড়া। রামনবমীতে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাম নবমীর মিছিল করার কথা জানিয়ে দিল আদালত। তবে, মিছিলের ক্ষেত্রে বেশকিছু শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

এদিন তিনি জানান, প্রতিটি মানুষের নিজের মত করে অনুষ্ঠান করার অধিকার রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার অধিকার রয়েছে। তাদের সেই কাজে বাধা দেওয়া যায় না। সেই কারণে রাজ্যের দাবি মেনে এই শোভাযাত্রায় লোক কমানোর বা রুট পরিবর্তন করার যুক্তি নেই বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

এদিকে, এই প্রথমবার রামনবমীতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান ছুটি থাকবে। লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।