জয়নগরকাণ্ডে মেয়ের মৃতদেহের স্বচ্ছ ময়নাতদন্তের আর্জিতে রবিবার সকালেই কলকাতা হাইকোর্টৈর দ্বারস্থ হয় নির্যাতিতার বাবা। এবার সেই আর্জিতেই নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত কল্যাণী এইমস হাসপাতালে করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
জয়নগরকাণ্ডে মেয়েটির বয়স দশ, তাহলে কেন পকসো ধারায় মামলা রুজু করা হল না? এই নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশ প্রশাসনকে। এর পরেই বিচারপতির নির্দেশ “জয়নগরকাণ্ডে পকসো আইনের ধারা এক্ষুনি যুক্ত করা হোক।”
এদিন উচ্চ আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে মৃতার বাবার আবেদন ছিল, মেয়ের ময়নাতদন্ত যেন কোনও একটি কেন্দ্রীয় হাসপাতালে করা হয়, এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করতে হবে ময়নাতদন্তের কাজ। প্রধান বিচারপতির নির্দেশে জরুরি ভিত্তিতে মামলার শুনানি হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।
নির্যাতিতার বাবার আর্জি ছিল কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত হোক, তবে কমান্ড হাসপাতাল আমজনতার ময়নাতদন্ত করতে রাজি হয়নি। শেষমেশ আদালতের নির্দেশে সোমবার কল্যাণী এইমসে ময়নাতদন্ত হবে। তবে সেখানে যদি ময়নাতদন্তের সঠিক পরিকাঠামো না থাকে, তা হলে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করানো যেতে পারে বলে জানিয়েছেন বিচারপতি।