আইএসএফ-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্ত সাপেক্ষে এই সভা করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, দুপুর আড়াইটে থেকে সাড়ে ৪টে পর্যন্ত সভা করতে পারবে আইএসএফ, তবে ১০০০ লোকের বেশি জমায়েত করা যাবে না। এছাড়া ১৫ ফুট বাই ১৫ ফুট হবে অস্থায়ী মঞ্চ। এই সভা যেন অন্য কোনও অনুষ্ঠানের অসুবিধা না করে সে দিকেও নজর রাখতে হবে নওসাদদের।
আদালত এও জানিয়েছে, আইএসএফ ১৫টি গাড়ি ব্যবহার করতে পারবে তবে একটা প্যাসেজ ওপেন রাখতে হবে গাড়ি চলাচলের জন্য। সভাস্থল চত্বরে নিরাপত্তা দেবে পুলিশ, তবে আইএসএফ এর তরফ থেকে ভলেন্টিয়ার রাখতে হবে। পাশাপাশি তাদের ভিডিওগ্রাফিও করতে হবে। এই প্রেক্ষিতে হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, সভার জন্য কোনও অশান্তি হলে তার দায় নওসাদদেরই নিতে হবে। উত্তেজনামূলক কোনও উক্তি করা যাবে না।
বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানিতে রাজ্য অবশ্য এই সভার স্থান নিয়ে বিরোধিতা করেছিল। বিচারপতি স্পষ্ট জানান, যদি কোনও সমস্যা হয় তা দেখবে পুলিশ।