ব্রেকিং নিউজ রাজ্য

Calcutta High Court : ববিতার পর এবার প্রিয়াঙ্কা, আবারও এক চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট

এবার প্রিয়াঙ্কা সাউকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় যথাযথ নম্বর থাকা সত্ত্বেও চাকরি পাননি প্রিয়াঙ্কা। তাঁর থেকেও কম নম্বর পেয়ে অনেকে চাকরি করছেন। এই অভিযোগ জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে এই মামলা ওঠে। এদিন বিচারপতি প্রিয়াঙ্কাকে ২৮ অক্টোবরের মধ্যে নিয়োগের নির্দেশ দেন। পাশাপাশি ১১ থেকে ২১ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং করিয়ে প্রিয়াঙ্কাকে সুপারিশপত্র দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। এমনকি বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, কাউন্সিলিংয়ের সময় প্রিয়াঙ্কাকে বাড়ির কাছাকাছি তিনটি স্কুলে নির্বাচন করার সুযোগ দিতে হবে।

এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান,আন্দোলন করেও যখন কোনরকম সুরাহা মেলেনি, তখন আদালতের দ্বারস্থ হই। এ বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা বলে মামলাও করি। ২০১৭ সালে পরীক্ষার পর ইন্টারভিউয়ের ডাক পাই। তবে আমার চেয়ে কম নম্বর পেয়ে একজন চাকরিতে যোগ দেয়, কিন্তু আমি দিতে পারিনি। আদালতের উপর ভরসা রেখে সেই অভিযোগেই মামলা করি। আদালতের নির্দেশে চাকরি পেয়ে খুব ভাল লাগছে।

এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট অঙ্কিতা অধিকারীর জায়গায় ববিতা সরকারকে নিয়োগের নির্দেশ দেয়। একইসঙ্গে অঙ্কিতার ফেরত দেওয়া বেতনের টাকা ১০ দিনের মধ্যে সুদ সহ দিতে হবে ববিতাকে, এমনটাই নির্দেশ ছিল হাইকোর্টের।

জানা গিয়েছে, অঙ্কিতা অধিকারী শিক্ষকতার চাকরিতে যোগ দেওয়ার দিন থেকে পাওয়া সমস্ত বেতন সংক্রান্ত সুযোগ সুবিধা ববিতা সরকারকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ইতিমধ্যেই আদালতের নির্দেশে অঙ্কিতা প্রথম কিস্তির টাকা জমা দিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকাও ববিতা সরকারকে দিয়ে দেওয়া হবে।