খেলাধুলা ব্রেকিং নিউজ

সিএবি-র বর্ষসেরা ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার, জীবনকৃতি সম্মান প্রণবকে

এবারের সিএবি-র বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন অনুষ্টুপ মজুমদার। অন্যদিকে, জীবনকৃতির সম্মান পাচ্ছেন প্রণব রায়।

আগামী ১৪ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। সেইদিনই পুরষ্কার তুলে দেওয়া হবে তাদের হাতে। গত কয়েকটি মরশুম জুড়েই বাংলা দলের হয়ে অন্যতম একজন ধারাবাহিক ক্রিকেটার হলেন অনুষ্টুপ মজুমদার। যখনই বাংলা বিপদে পড়েছে, তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন অনুষ্টুপ।

উল্লেখ্য, গত কয়েক মরশুমই বাংলার সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার ছিলেন অনুষ্টুপ মজুমদার। গতবার রঞ্জিতেও পাঁচশোর উপর রান করেন অনুষ্টুপ। সেইসঙ্গে, রঞ্জিতেও বাংলার হয়ে সবচেয়ে বেশি রান তাঁরই। আর ব্যাটিং গড় প্রায় ষাটের উপর। স্বাভাবিকভাবে তাঁকেই বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচন করা হয়েছে। অপরদিকে জেন্টলম্যান ক্রিকেটারের পুরস্কার দেওয়া হবে অভিষেক পোড়েলকে।

পাশাপাশি মহম্মদ সামিকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। গোড়ালির চোট সারিয়ে টিম ইন্ডিয়ার মূল স্রোতে ফেরার স্বপ্নে বিভোর সামির জন্য কেন বিশেষ সম্মান? জানা গিয়েছে, দেশের মাটিতে গত অক্টোবর-নভেম্বরের একদিনের বিশ্বকাপে বল হাতে সামি দেশকে বিশ্বকাপ দিতে না পারলেও মোট ২৪টি উইকেট পেয়েছিলেন। সেই কারণেই তাঁকে বিশেষ সম্মান প্রদান করা হবে আগামী ১৪ সেপ্টেম্বর।