অবশেষে বুধবার বিধানসভায় শপথ নিলেন বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনের ফল ঘোষণার ২০ দিন পর এদিন শপথগ্রহণ করলেন বায়রন। ২৭ ফেব্রুয়ারি সাগরদীঘি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করে কংগ্রেস ও সিপিএম। সাগরদীঘিতে প্রার্থী দিয়েছিল বিজেপিও। তৃণমূলকে হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী হন বায়রন। এরপর ২ মার্চ ফল ঘোষণা হয়। ফল ঘোষণার পর ২০ দিন লেগে গেল শপথ নিতে।
যদিও শপথগ্রহণে দেরি হওয়ায় রাজ্য সরকারকেই দায়ী করেন বায়রন। তিনি বলেন, ‘আমি যদি তৃণমূলের বিধায়ক হতাম, তাইলে আমার শপথ জয়ী হওয়ার পরদিনই হয়ে যেত। আজ ২০ দিন পর শপথ হল। সবকিছু চোখের সামনে ঘটছে। সাধারণ মানুষ সব দেখছেন। শাসকদল ইচ্ছা করে আমার শপথগ্রহণে দেরি করাল।’
২৭ ফেব্রুয়ারি ছিল মুর্শিদাবাদের সাগরদীঘি বিধানসভার উপনির্বাচন। ৩ বারের তৃণমূল বিধায়ক সুব্রত সাহার প্রয়াণে এই কেন্দ্রটিতে উপনির্বাচন হয়।স্বাভাবিকভাবে প্রচারপর্বে সাগরদীঘি ছিল সংবাদের শিরোনামে। কংগ্রেস কর্মীর গ্রেফতার, হাইকোর্টে মামলা করে তাঁর জামিন পাওয়া, ভোটের ৪৮ ঘণ্টা আগে সাগরদীঘি থানার ওসিকে সরিয়ে দেওয়া— সবটুকু ঘিরেই ছিল কৌতূহল, উত্তেজনার পারদ।