দেশ ব্রেকিং নিউজ

উপ-নির্বাচনে দেশজুড়ে ধরাশায়ী বিজেপি!

শনিবার দেশের সাত রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলগণনা শেষে হতাশ বিজেপি। রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্র ছাড়াও উপনির্বাচন হয়েছিল হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর এবং নালাগড়ে। এছাড়াও উপনির্বাচন হয় বিহারের রুপৌলী, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, উত্তরাখণ্ডের বদ্রীনাথ এবং মঙ্গলৌর কেন্দ্র, তামিলনাড়ুর বিক্রবন্দী এবং পঞ্জাবের জালন্ধর পশ্চিম বিধানসভা কেন্দ্রে।

এই ১৩টি আসনের মধ্যে ১১টিতেই জয়ী হল ইন্ডিয়া জোট এবং মাত্র ২ টি আসন পেল এনডিএ। লোকসভা ভোটের পর উপনির্বাচনেই হোঁচট খেল এনডিএ। বাংলায় তৃণমূল, হিমালচল, উত্তরাখণ্ডে কংগ্রেস, পঞ্জাবে আপ এবং তামিলনাড়ুতে জয় ছিনিয়ে নিল ডিএমকে প্রার্থীরা।

হিমাচল এবং পঞ্জাবের একটি করে আসনে জয় ছিনিয়ে নিয়েছেন আপ প্রার্থী। এককথায়, ইন্ডিয়া-এনডিএ জোটের শক্তির লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে গোহারা মোদি-শাহ জুটি।