ব্রেকিং নিউজ রাজ্য

উপনির্বাচনে বাগদায় অশান্তি, কাঁকুড়গাছিতে বিজেপি প্রার্থীকে ‘গো-ব্যাক, চোর’ স্লোগান

উপনির্বাচনে অশান্ত বাগদা। ১৮৮ নম্বর বুথে বহিরাগতদের দিয়ে ছাপ্পা ভোট চলার অভিযোগ পেয়ে চলে আসেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। কেন্দ্রীয় বাহিনী জমায়তে সরিয়ে দিলেও, অশান্ত হয় পরিস্থিতি। পরে বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। বিজেপি প্রার্থী গাড়িতে করে পালানোর সময় ইট ছোড়া হয়। গাড়ি ভাঙচুর করা হয়, রেয়াত করা হয়নি সংবাদমাধ্যমের কর্মীদেরও।

অন্যদিকে কাঁকুড়গাছিতে ঘেরাও বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। মানিকতলার বিজেপি প্রার্থী গাড়ি দেখে বিক্ষোভ, গো-ব্যাক, চোর চোর স্লোগান তৃণমূল কর্মী-সমর্থকদের। এলাকায় তৈরি হয় বিশৃঙ্খলা। মানিকতলা উপনির্বাচনে ধরা পড়ল ‘ভুয়ো’ ভোটার। অন্যজনের আধার কার্ড নিয়ে সে ভোট দিতে এসেছিল বলে উল্লেখ করে অভিযুক্ত। সৌভিক সরকার নামে এক ব্যক্তির ভোটার কার্ড নিয়ে ভোট দিতে আসে সে। মুখের সঙ্গে পরিচয়পত্রের চেহারার মিল না থাকায় তাঁকে ভোট দিতে বাধা দেন ভোটকর্মীরা।