আগামী 26 শে জুন পানিহাটি পৌরসভা আট নম্বর ওয়ার্ডের উপনির্বাচন ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশন। সেইমতো নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে চলেছে দ্রুতগতিতে। রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার চালাচ্ছেন সর্বত্র।
আজ পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তিনটি ভোটগ্রহণ কেন্দ্রের সাতটি বুথ পরিদর্শনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ ভার্মা। সাথে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকগণ। বুথগুলি পরিদর্শন করে মনোজ ভার্মা জানান, নির্বাচনী সব প্রক্রিয়ায় প্রায় সম্পন্ন। সমস্ত দিক খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন। যদিও এখনো পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই। এরই মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জলমগ্ন হয়ে পড়েছে ভোট গ্রহণ কেন্দ্রগুলি, সেটা জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে শেষ করায় নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের প্রধান লক্ষ্য; এমনটাই জানালেন নগরপাল মনোজ ভার্মা।