ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার চেতলার অহীন্দ্র মঞ্চে প্রথম কর্মিসভা রয়েছে তাঁর। একইসঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অর্ন্তগত আটটি ওয়ার্ড ভাগ করে পর্যবেক্ষণের দায়িত্বে তৃণমূল নেতারা। মমতাকে রেকর্ড মার্জিনে জেতানোর ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেওয়াল লিখন, পোস্টার পড়ে গিয়েছে।
‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে জেতাতে ভোটযুদ্ধে নেমে পড়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। ইতিমধ্যে মমতার সমর্থনে কর্মিসভা করেছেন নেতারা। আর এবার মমতাই প্রচারে নামছেন। প্রথম পর্যায়ে সাংগঠনিক বৈঠক করবেন। আগামী বুধবার অহীন্দ্র মঞ্চে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন মমতা। বিধানসভা ভোটে মমতার কাছে হেরেছে বিজেপি। বাকি এবার ভবানীপুর কেন্দ্র।
অহীন্দ্র মঞ্চের কর্মিসভাতেও করোনা সংক্রান্ত বিধি পালনে বিশেষ গুরুত্ব দিয়েছে তৃণমূল। এদিনও ভবানীপুরের বিভিন্ন জায়গায় মমতার সমর্থনে দেওয়াল লিখনে অংশ নেন কর্মীরা। ভোট যুদ্ধে নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ভবানীপুর বিধানসভার ৬৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দেখবেন ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম দেখবেন ৭৪, ৭৭ ও ৮২ নম্বর ওয়ার্ড।
এখানের ৭০ নম্বর ওয়ার্ড দেখবেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার। এই ওয়ার্ডে গত বিধানসভায় দুই হাজারের বেশি ভোটে তৃণমূল পিছিয়ে ছিল বিজেপির কাছে। ৭৩ নম্বর ওয়ার্ড দেখবেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্ব বলেছেন, ২০১৬ সালের বিধানসভা ভোটে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন ২৫ হাজারের বেশি ভোটে। এবারের উপনির্বাচনে সেই জয়ের ব্যবধান আরও বাড়বে।
ভবানীপুর বিধানসভার উপনির্বাচন এবং জঙ্গিপুর ও সামসশেরগঞ্জের নির্বাচন নিয়ে ২০ জন ‘স্টার ক্যাম্পেনার’-এর তালিকা তৈরি করেছে তৃণমূল। অন্যদিকে, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যে বিধানসভা এলাকায় নির্বাচন ও উপনির্বাচন হবে, সেই এলাকার উন্নয়নমূলকের কাজের জন্য নতুন করে কোনও অর্থ বরাদ্দ করা যাবে না বলে জানানো হয়েছে। যদিও কোনও কাজের ওয়ার্ক অর্ডার হয়ে থাকে, কিন্তু তার কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি, সেই কাজগুলি এখন শুরু করা যাবে না।