রাজ্য লিড নিউজ

ফের তৃণমূলে অর্জুন

মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার তৃণমূলে ফিরলেন ভাটপাড়ার দাপুটে নেতা তথা বিজেপি সাংসদ অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

রবিবার,উত্তর 24 পরগনা তৃণমূলের সমস্ত জেলা নেতৃত্বকেও তলব করা হয় । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের বৈঠকের পর তৃণমূলে যোগদান করেন অর্জুন সিং। তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুল পতাকা হাতে নিলেন তিনি। আর তারপরই বদলে ফেললেন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি। সূত্রের খবর, সোমবারই অর্জুন সিং নবান্নে গিয়ে দেখা করবেন মুখ্যমন্ত্রী তথা দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন অর্জুন রিসিভ করেননি বলেও বিজেপি সূত্রে খবর। অর্জুনের দলবদলের জল্পনা নিয়ে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেন, “অর্জুন সিং বিজেপিতে আছেন । বিজেপিতেই থাকবেন । এই নিয়ে তৃণমূল জলঘোলা করছে।’

বেশ কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন একসময়ে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং । পাটের দামের ঊর্ধ্বসীমা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন তিনি। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একযোগে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এখন অর্জুনের দল বদল আর কিছু সময়ের অপেক্ষা মাত্র।