ফের দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। তবে কি এবার চতুর্থ ঢেউ এর আশঙ্কা করছেন চিকিৎসকরা। গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি রাজ্যের দৈনিক পরিসংখ্যান ঊর্ধ্বমুখী। বিশেষ করে রাজধানী দিল্লির অবস্থা খুব খারাপ। দিল্লিতে গত ২ সপ্তাহে দৈনিক আক্রান্ত বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। অনেক দিন পর দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার পেরিয়ে গেল পাশাপাশি আবারো উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে কত একদিনে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ২ হাজার ১৮৩ জন। যার মধ্যে দিল্লিতেই আক্রান্ত ৫১৭ জন। সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে দেশের অ্যাকটিভ কেসও। বর্তমানে, দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪২। গত ২৪ ঘণ্টার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৪ জন। যা আগের দিনই ছিল মাত্র ৪ জন। করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৯৬৫। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১০ হাজার ৭৭৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৬ কোটি ৫৪ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।
টিকাকরণকে হাতিয়ার করে করোনা যুদ্ধে এগিয়ে যেতে চাচ্ছে দেশ। সে কারণে ফের জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। কিন্তু তা সত্বেও আবারও ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। সেই কারণেই চতুর্থ ঢেউ এর আশঙ্কা করছে স্বাস্থ্য মহল।